Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


Title
ভোটার হালনাগাদ চলতেছে 2015
Details

04 নং গহিরা ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদ চলতেছে। 04 নং গহিরা ইউনিয়ন পরিষদের সর্ব সাধারণের অবগতির জানানো যাইতেছে যে যাদের জন্ম সাল 2000 সাল বা এর পূর্বে হয়ে থাকে তারা নিকট বর্তী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগযোগের মাধ্যমে ভোটার হওয়ার জন্য বিনিত ভাবে অনোরুধ করা যাচ্ছে।

Images
Attachments

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।