৪নং গহিরা ইউনিয়নের সকলের উদ্দেশ্যে বলছি,
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার পর এমনটি দেখালে,হয়তো আপনি ভাবছেন আবেদন সম্পুর্ন হচ্ছে না।কিন্তু আবেদনটি আমাদের মূল সার্ভারে এসে জমা হচ্ছে।তাই এমনটি লক্ষ করলে আবেদন বার বার করবেন না,কারণ যতবার আবেদন করছেন,ততটি আবেদন মূল সার্ভারে এসে জমা হয়ে যাচ্ছে।একটি আবেদন কোন কারণ ছাড়া একের অধিক বার করা ঠিক নয়।তাই এমন সমস্যা দেখা গেলে আবেদন বন্ধ রাখুন,কিংবা বেশি জরুরী হলে ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে বলুন।
ধন্যবাদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস