Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


শিরোনাম
আবেদন সাবমিট হচ্ছে না সংক্রান্ত
বিস্তারিত

৪নং গহিরা ইউনিয়নের সকলের উদ্দেশ্যে বলছি,

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার পর এমনটি দেখালে,হয়তো আপনি ভাবছেন আবেদন সম্পুর্ন হচ্ছে না।কিন্তু আবেদনটি আমাদের মূল সার্ভারে এসে জমা হচ্ছে।তাই এমনটি লক্ষ করলে আবেদন বার বার করবেন না,কারণ যতবার আবেদন করছেন,ততটি আবেদন মূল সার্ভারে এসে জমা হয়ে যাচ্ছে।একটি আবেদন কোন কারণ ছাড়া একের অধিক বার করা ঠিক নয়।তাই এমন সমস্যা দেখা গেলে আবেদন বন্ধ রাখুন,কিংবা বেশি জরুরী হলে ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে বলুন।

ধন্যবাদ

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/01/2023
আর্কাইভ তারিখ
30/01/2023

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।