Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


সম্মানিত ব্যক্তিত্ব

 

 

৪ নং গহিরা ইউনিয়ন পরিষদের সম্মানিত ব্যক্তিত্বঃ

 

১. মাহাববুল আলম তালুকদার (সভাপতি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ)

২. বিগ্রেডিয়ার জেনারেল শাহ জাহান ( ডিরেক্টশান:সি.এম.এফ)

৩. মোঃ আব্দুর রউফ ( সাবেক এক্স-ডিরেক্টর জীবন বীমা করপোরেশান)

৪. মোঃ ফিরোজ মিয়া ( বিশিষ্ট ব্যংকার)

৫. এস.পি হামিদ (সাবেক এস.পি বাংলাদেশ পুলিশ)

৬. এস.পি মোঃ ফরিদ (বাংলাদেশ পুলিশ)

৭. প্রিয়োতোষ বাবু শীল ( সাবেক গভঃ কর্মকর্তা)

৮. নুরুল আলম (প্রতিষ্টাতা সদস্য দলইনগর উচ্চ বিদ্যালয়)

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।