Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


পঞ্চবার্ষিকী পরিকল্পনা

 

 

 

গহিরা ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা

-------------------------------------------------------------------------------------------

 

 

  • ১। গহিরা ইউনিয় পরিষদের ডাকঘর স্থাপন।
  • ২। সৃষ্টি মহাজন ব্রীজ হতে দলইনগর চৌমুহনী পর্যন্ত রাস্তা ডাবল সলিন।
  • ৩। গহিরা দলইনগর চৌমুহনীতে বাজার স্থাপন।
  • ৪। গহিরা ইউনিয়ন পরিষদে হাসপাতাল নির্মান।
  • ৬। গহিরা ইউনিয়ন পরিষদে মার্কেট নির্মান।
    ৭। গহিরা ইউনিয়ন পরিষদের কোতোয়ালীঘোনা নদী ভাঙ্গন রোধে বাধ নির্মান।
  • ৮। কোতোয়ালীঘোনা মোয়াজ্জেম খা চৌধুরীর বাড়ী সড়কে ব্রীজ নির্মান।
  • ৯। গহিরা ইউনিয়ন পরিষদের আতুনীর ঘাটা হতে নশরত বাদশাহ দীঘির পাড় পর্যন্ত পিচ করন।

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।