Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


কবরস্থান
ক্রমিক নং মসজিদের নাম
০১বাইতুল আমান  জামে মসজিদ 
০২বাইতুন নূর জামে মসজিদ 
০৩কাদের বক্স মিয়ার বাড়ী জামে মসজিদ 
০৪আয়শা দারুস সালাম জামে মসজিদ
০৫মোহাম্মদ আলী চৌং জামে মসজিদ
০৬সূফিয়া নূরীয়া জামে মসজিদ 
০৭আবদুস সোবহান সওদাগর জামে মসজিদ 
০৮সৈয়দ তাহের মোল্লার জামে মসজিদ

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।