Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


ভোটার তালিকা সকল ওয়ার্ড মহিলা/পুরুষ উভয়

ভোটার আইডি হারিয়ে ফেললে ফটোকপি কিংবা আইডি নং টাও যদি মনে না থাকে,তবে এই তালিকা হতে আপনার ভোটার নাম্বার খুজে বের করে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করলে খুব সহজে ভোটার আইডি আবার উত্তোলন করতে পারবেন।


প্রকাশনায়: মোঃ ইউসুফ আবেদীন জিসান

উদ্যোক্তা ৪নং গহিরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার

মোবাইল: 01631296986

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।