Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


গহিরা ইউনিয়নের ইতিহাস

ব্রিটিশশাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম গহিরা ও ৬ টি গ্রাম নিয়ে গহিরা ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। এই সময় প্রথম প্রেসিডেন্ট ছিলেন রহীম উল্লাহ চৌধুরী । তিনিতৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এরসদস্যছিলেন।১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন যোগেশ চন্দ্র মহাজন।তারপর পর্যায়ক্রমে পরীক্ষিত চন্দ্র মহাজন ও বেলায়েত হোসেন চৌধুরী গ্রাম প্রেসিডেন্ট এরদায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে আবদুল হক চৌধুরীপ্রথম ইউনিয়নপরিষদ চেয়ারম্যান মনোনীত হনএবং তিনিই ১৯৪০ সালে নিজ জায়গা দান করে একটি প্রাইমারী স্কুল স্থাপন করেন ।তার পরে আহমদ মিয়া চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নপরিষদএরচেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।তার পরে নুরুল হোসইন চৌধুরী গহিরা ইউনিয়ন কাউন্সিলেরচেয়ারম্যান নির্াচিত হন। তিনি একজন সফল চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকাকালে তাকে তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় গভর্মেন্টের উপদেষ্টা মনোনীত হন। ইউনিয়নরে  ‘food forward program introduce’ করেন ।

সাতকানিয় দেশের প্রথম সারির একটি থানা। এই থানার উত্তর পশ্চিম প্রান্তে একটি অনুচ্ছ পাহাড় শ্রেনীর পাদদেশে ঘেসে হলদা নদীর তীর জুড়ে গহিরা ৪ নং ইউনিয়ন। বর্তমানে ০২ টি ছোট বড় গ্রাম মিলিয়েই গহিরা ইউনিয়ন পরিষদ। গহিরা ইউনিয়ন অধিবাসীর মধ্যে রয়েছে মুসলমান ,হিন্দু ,বৌদ্দ সম্প্রাদায়ের লোক।

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।