এমপি মহোদয়ের নির্দেশনায় বৃক্ষ রোপন কর্মসূচির পূর্ব প্রস্তুতি শুরু গহিরা ইউনিয়ন পরিষদে।
বিস্তারিত
৪/৭/২০২৩ ইং তারিখ রাউজান এর মাটি ও মানুষের নেতা জননেতা জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশনায় ১৫ তারিখ এক যুগে রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৫ লক্ষাধিক বৃক্ষ রোপণ কর্মসূচির পূর্ব প্রস্তুতি স্বরুপ ৪ নং গহিরা ইউনিয়ন পরিষদের রাস্তার আশে পাশে,গ্রাম্য রাস্তা এবং সর্বস্তরে পরিস্কার করে চারা রোপণের জন্য উপযোগী করণ এবং গর্ত খনন এর কাজ শুরু করা হয় গ্রাম পুলিশ এবং আর.ই.আর এম.পি-৩ এর কর্মি দের নিয়ে। ৪নং গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুল
আবছার সাহেব এর অনুপস্থিতিতে এই কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন ৪ নং গহিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শিহাবুল আলম সাহেব। উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, ইউপি সচিব সহ রাউজানের সাংবাদিক HALDA TV হালদা টিভি 'র প্রতিনিধি জনাব মোঃ তৈয়ব এবং সারাক্ষণ বাংলাদেশ/sarakkonbangladesh 'র প্রতিনিধি জনাব মোজাফফর শিকদার।