Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


শিরোনাম
১৮ উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দেশে দ্বিতীয়বারের মতো ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু ।
বিস্তারিত

আগামী ১৭/০৫/২০১৪ ইংশনি বার এস,এস,সি পরিক্ষার্থীদের ফলাফল প্রাকাশ হবে।ইউনিয়ন পরিষদ থেকে ফলাফল জানা যাবে।পরিক্ষার্থীরা ০১৮৫৮-৪৬৭৩৯৯ এই নাম্বারে এস.এম.এস করে বা ইউনিয়ন পরিষদে এসে জানাতে পারবেন আপনার ফলাফল।এস.এম.এস করবেন আপনার রোল নং.......... ইউনিয়ন পরিষদে আসলে,আসার সময় আপনার রোল নং সাথে নিয়ে আসবেন।

ছবি
ডাউনলোড

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।