Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


শিরোনাম
আগামীকাল ১৪'ই জুন গহিরা ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিক্রয় করা হবে।
বিস্তারিত

প্রিয় ৪ নং গহিরা  ইউনিয়নের সম্মানিত জনসাধারণ,

আসসালামু আলাইকুম,

টিসিবি কার্ডধারী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

আগামীকাল ১৫/০৬/২০২৩ ইংরেজী রোজ বৃহস্পতিবার  দুপুর ১২ টায় ন্যয্যমুল্যে পন্য বিক্রয় করা হবে।

স্থানঃ  ৪ নং গহিরা ইউনিয়ন পরিষদ। 

 পণ্য সামগ্রীঃ

(১) সয়াবিন তেল ২ কেজি।

(২)মসুর ডাল ২কেজি।

সর্বমোট ৩৪০টাকা।

উক্ত টিসিবি কার্ডধারী উপকার ভোগী সকলকে কার্ড সহ যথাসময়ে উপস্থিত হয়ে টিসিবির পণ্য সংগ্রহের  জন্য অনুরোধ করা হলো।


অনুরোধক্রমেঃ চেয়ারম্যান, ৪ নং গহিরা ইউনিয়ন পরিষদ।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
14/06/2023
আর্কাইভ তারিখ
01/07/2023

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।