04 নং গহিরা ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, মাননীয় সংসদ জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী (এমপি) মহোদয়ের নির্দেশক্রমে অত্র 04 নং গহিরা ইউনিয়নের কোন ধরনের রোহিঙ্গা থাকিলে তা অত্র 04 নং গহিরা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের নিকট গোপনে জানানোর জন্য অনুরোধ করা গেল এবং অত্র 04 নং গহিরা ইউনিয়নের জনসাধারণ যেন অবৈধ ভাবে সাগর পথে দালাল চক্রের মাধ্যমে বিদেশের পথে যাত্রা না করে সে জন্য জনসাধারণকে সজাক থাকার জন্য অনুরোধ করা হল।
আদেশক্রমে
আলহাজ্ব নুরুল আবছার
চেয়ারম্যান
গহিরা ইউনিয়ন
রাউজান, চট্টগ্রাম