Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


শিরোনাম
তথ্য প্রযুক্তি: আসুসের এক্স ৫৫০ এলসি মডেলের নতুন নোটবুক
বিস্তারিত

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের এক্স ৫৫০ এলসি মডেলের নতুন নোটবুক।অফিসিয়াল কাজের পাশাপাশি বিনোদনের জন্য আদর্শ এ নোটবুকটি ১.৬ গিগাহার্জ গতির ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর আই-৫ প্রসেসরে চালিত।এতে রয়েছে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে, ৪ জিবি ৠাম, ১ টেরা বাইট হার্ড ডিস্ক, এনভিডিয়া চিপসেটের ২ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ওয়েবক্যাম, বিল্ট-ইন অডিও, গিগাবিট ল্যান, বিল্ট-ইন স্পিকার, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট।দুই বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টিযুক্ত নোটবুকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার পাঁচশ’ টাকা। -

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
01/01/2015

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।