Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


শিরোনাম
WSIS Project Prizes 2015-এ ভোট দেওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি
বিস্তারিত

আপনারা জেনে আনন্দিত হবেন যে, WSIS Project Prizes 2015-এ এটুঅাই প্রোগ্রাম থেকে দাখিলকৃত দু'টি Project যথাক্রমে ৩নং ক্যাটাগরিতে National Portal এবং ৪নং ক্যাটাগরিতে Teachers Portal-কে প্রাথমিকভাবে WSIS কর্তৃপক্ষ নির্বাচিত করেছে, http://groups.itu.int/stocktaking/WSISProjectPrizes.aspx#nominated-projects। চুড়ান্তভাবে নির্বাচিত করার জন্য এখন ভোটদান পর্ব চলমান রয়েছে। ভোট দেওয়ার ধাপসমূহ বর্ণনা করে অাপনাদের সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য একটি ফাইল এসঙ্গে সংযুক্ত করা হল। অনুগ্রহপূর্বক নিজে ভোট দিন এবং অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন।

প্রকাশের তারিখ
03/05/2015

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।