Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


শিরোনাম
৪ নং গহিরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আপনার পছন্দের চাকরি খুঁজ আজই জেনে নিন..........
বিস্তারিত

আপনি কি চাকরি খুজছেন তা হলে আজই যোগাযোগ করুন ৪ নং গহিরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। আপনার পছন্দ অনুযায়ি চাকরির জন্যে আবেদন করুন অনলইনে ৪ নং গহিরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে। যে কোন ধরনের চাকরির খুঁজ পাবেন অনলইনের মাধ্যমে।

1. সরকারী

2. আধা সরকারী

3. এনজিও

4. প্রাইভেট কোম্পানি

5. আন্তর্জাতিক সংস্থা

6. অন্যান্য

বা আপনি নিজেও জেনে নিতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে http://bdjobs.com এই লিংক থেকে

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/02/2016

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।