Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


মুক্তিযোদ্ধার নাম

মুক্তিযোদ্ধার নাম:

 

১।

নাম: মোহাম্মদ আলী

প্রযত্নেঃ দানবীর খয়রাতীর বাড়ী,

গ্রাম- দলই নগর,

(ওয়ার্ড-৭)

ডাকঘর- গহিরা-৪৩৪৩,

উপজেলা- রাউজান,

জেলা- চট্টগ্রাম।

২।

নাম: মোহাম্মদ ফরিদ

পিতা: মরহুম হাজী মোশাররফ আলী

মাতা: সুরুত জামান

স্থায়ী ঠিকানা: কাশেম ফকিরের বাড়ী

কোতোয়ালী ঘোনা,৩ নং ওয়ার্ড।

পদ: সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার চট্টগ্রাম।

৩।

নাম: মো: বাদশা মিয়া

পিতা: মৃত বরকত আলী

মাতা: মৃত ওয়াজ খাতুন

জন্মতারিখ:১৭-০৭-১৯৫২ ইং

স্থায়ী ঠিকানা:

আফজাল বাপের,দলইনগর,গহিরা,রাউজান,চট্টগ্রাম।

ওয়ার্ড-০৪।

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।