Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


কার্যাবলী

রামীণ অবকাঠামো নগর অবকাঠামো ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সড়ক নির্মান/পুননির্মাণ/ পুর্নবাসন ব্রিজ/ কালভার্ট নির্মাণ/ পুননির্মাণ গ্রোথ সেন্টার/হাট বাজার উন্নয়ন ঘাট/জেটি নির্মাণ ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবননির্মাণ ঘূর্নিঝড়/বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ /পুননির্মাণ বৃক্ষরোপন কর্মসূচী ক্ষুদ্র-ঋন কর্মসূচী কৃষি, মৎস্য ও পশু সম্পদ উন্নয়ন অবকাঠামো রক্ষণাবেক্ষণ সড়ক/ফুটপাত নির্মাণ/ পুননির্মাণ নর্দমা নির্মাণ/ পুননির্মাণ বাস/ট্রাক টার্মিনাল নির্মাণ বাজার উন্নয়ন টাউন সেন্টার নির্মাণ স্যানেটারী ল্যাট্রিন নির্মাণ টিউবওয়েল স্থাপন ক্ষুদ্র-ঋন কর্মসূচী বর্জ্য ব্যবস্থাপনা বস্তি উন্নয়ন কার্যক্রম নগর পরিচালনা উন্নতিকরণ দারিদ্র বিমোচন নগর প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি বাঁধ নির্মাণ স্লুইচ গেট নির্মাণ রাবার ড্যাম নির্মাণ খাল খনন ও পুনঃখনন বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ/ পুননির্মাণ স্থানীয় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে (পাবসস) বিভিন্ন কারিগরী ও জীবিকা উন্নয়নে সহায়তা প্রদান

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।