Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী

পরিবার পরিকল্পনা হল সঠিক সময় সন্তান নেবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযত প্রয়োগ নিশ্চিতকরন। অন্যান্য পদ্ধতির মধ্যে যৌন শিক্ষা, যৌন সংক্রামকসমুহের নির্গমন প্রতিরোধ ও ব্যবস্থাপনা। পরিবার পরিকল্পনাকে অনেক সময় জন্ম নিয়ন্ত্রনের সমার্থক হিসেবে চিহ্ণিত করা হয় যদিও পরিবার পরিকল্পনার পরিধি আরও বিশদ। এটা সাধারণত স্বামী-স্ত্রীর মধ্যে করা হয় যারা তাদের সন্তান সংখ্যা নিয়ন্ত্রিত রাখতে চায় এবং তাদের প্রত্যাশিত সময় গর্ভধারন করতে চায়।

পরিবার পরিকল্পনা সেবা বলতে শিক্ষাগত, ব্যাপক স্বাস্থ্য ও সামাজিক কমসূচীকে বোঝায় যার মাধ্যমে প্রত্যেকটি স্বতন্ত্র ব্যক্তি তাদের সন্তান সংখ্যা ও দুই সন্তানের ব্যবধান সম্পর্কে স্বাধীনভাবে সিধান্ত নেবার যোগ্যতা অর্জন করে

 

পরিবার পরিকল্পনা

 

১)যুথিকা ভট্টাচার্য্য

পরিবার পরিকল্পনা সহকারী

ফোন - ০১৮২৫৭৮০৭৯৪

২)শামীম আকতার

পরিবার পরিকল্পনা সহকারী

ফোন - ০১৮১১৯২৩৬৩

৩)বাবলী চৌধুরী

পরিবার পরিকল্পনা সহকারী

ফোন –০১৮১১৫৮৮২৬৩

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।