Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


গহিরা ইউনিয়ন

গহিরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন


গহিরা ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ।

আয়তন[

গহিরা ইউনিয়নের আয়তন ৩,৪৯৬ একর (১৪.১৫ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গহিরা ইউনিয়নের লোকসংখ্যা ১২,০০০ জন। এর মধ্যে পুরুষ ৬,০৪৪ জন এবং মহিলা ৫,৯৫৬ জন।[২]

অবস্থান ও সীমানা

রাউজান উপজেলার পশ্চিমাংশে গহিরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে নওয়াজিশপুর ইউনিয়ন, পূর্বে চিকদাইর ইউনিয়ন, দক্ষিণে রাউজান পৌরসভা এবং পশ্চিমে হালদা নদীহাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নছিপাতলী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

গহিরা ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত:

  • দলইনগর
  • কোতোয়ালী ঘোনা

[৩]

শিক্ষা ব্যবস্থা

গহিরা ইউনিয়নে সাক্ষরতার হার ৬২.৩৫%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।[৩]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়


মাদ্রাসা
  • দলইনগর মদিনাতুল উলুম মাদ্রাসা
  • পশ্চিম দলইনগর বায়তুল আমান মাদ্রাসা
  • কাদেরিয়া এবতেদায়ী মাদ্রাসা
  • খায়ের মোস্তফা নূরানী একাডেমি
  • উম্মে সেতারা মহিলা মাদ্রাসা


প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর পূর্ব কোতায়ালী ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোতোয়ালী ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ কোতোয়ালী ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ পূর্ব কোতায়ালী ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গহিরা হামদুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়


কিন্ডারগার্টেন
  • দলইনগর এসএমসি আলোকন কিন্ডারগার্টেন


যোগাযোগ ব্যবস্থা

গহিরা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়াও ইউনিয়নের আভ্যন্তরীণ অন্যান্য সড়কগুলোতে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

গহিরা ইউনিয়নের দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী

হাট-বাজার

গহিরা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল আতুরনি ঘাটা বাজার।

দর্শনীয় স্থান

  • নসরত বাদশাহ'র দীঘি
  • আবদুল হাকিম শাহ (রহ.) মাজার
  • এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী
  • কোতোয়ালী ঘোনা ভাঙ্গা মসজিদ


জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: আলহাজ্ব মোহাম্মদ নুরুল আবছার
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মোহাম্মদ ইউনুস মিয়া চৌং ২৫/০২/১৯৪৯-২০/০২/১৯৫৪
০২ আমানত খাঁ চৌধুরী ২৫/০২/১৯৫৪-২৫/০২/১৯৫৯
০৩ মোফাচ্ছেল আহমদ চৌধুরী ২২/০৩/১৯৬৪-১৫/০৪/১৯৭৯
০৪ মোহাম্মদ সিরাজ উদ্দীন ২৫/০৪/১৯৭৯-৩০/০৫/১৯৮৯
০৫ মোহাম্মদ কামাল উদ্দীন ১০/০৬/১৯৮৯-২৫/০৭/১৯৯৯
০৬ হারুন উর রশিদ ১০/০৮/১৯৯৯-১২/১০/২০০৮
০৭ ফিরোজ হোসাইন (ভারপ্রাপ্ত) ০১/১১/২০০৮-০১/০৮/২০১১
০৮ আলহাজ্ব মোহাম্মদ নুরুল আবছার ২০১১-বর্তমান

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।