গহিরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
গহিরা ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ।
গহিরা ইউনিয়নের আয়তন ৩,৪৯৬ একর (১৪.১৫ বর্গ কিলোমিটার)।[১]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গহিরা ইউনিয়নের লোকসংখ্যা ১২,০০০ জন। এর মধ্যে পুরুষ ৬,০৪৪ জন এবং মহিলা ৫,৯৫৬ জন।[২]
রাউজান উপজেলার পশ্চিমাংশে গহিরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে নওয়াজিশপুর ইউনিয়ন, পূর্বে চিকদাইর ইউনিয়ন, দক্ষিণে রাউজান পৌরসভা এবং পশ্চিমে হালদা নদী ও হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন ও ছিপাতলী ইউনিয়ন অবস্থিত।
গহিরা ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত:
গহিরা ইউনিয়নে সাক্ষরতার হার ৬২.৩৫%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।[৩]
গহিরা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়াও ইউনিয়নের আভ্যন্তরীণ অন্যান্য সড়কগুলোতে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
গহিরা ইউনিয়নের দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী।
গহিরা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল আতুরনি ঘাটা বাজার।
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোহাম্মদ ইউনুস মিয়া চৌং | ২৫/০২/১৯৪৯-২০/০২/১৯৫৪ |
০২ | আমানত খাঁ চৌধুরী | ২৫/০২/১৯৫৪-২৫/০২/১৯৫৯ |
০৩ | মোফাচ্ছেল আহমদ চৌধুরী | ২২/০৩/১৯৬৪-১৫/০৪/১৯৭৯ |
০৪ | মোহাম্মদ সিরাজ উদ্দীন | ২৫/০৪/১৯৭৯-৩০/০৫/১৯৮৯ |
০৫ | মোহাম্মদ কামাল উদ্দীন | ১০/০৬/১৯৮৯-২৫/০৭/১৯৯৯ |
০৬ | হারুন উর রশিদ | ১০/০৮/১৯৯৯-১২/১০/২০০৮ |
০৭ | ফিরোজ হোসাইন (ভারপ্রাপ্ত) | ০১/১১/২০০৮-০১/০৮/২০১১ |
০৮ | আলহাজ্ব মোহাম্মদ নুরুল আবছার | ২০১১-বর্তমান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস