Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ৪নং গহিরা ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাংলা এবং ইংরেজী দাখিল করিতে হইবে। (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮) ।

 ইউনিয়ন পরিষদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01815-844954 (প্রসাশনিক কর্মকর্তা-মহিউদ্দীন) এই নাম্বারে।


সমাজ সেবা অফিস

সমাজ সেবা অফিস

গহিরা ইউনিয়ন পরিষদ

গহিরা,রাউজান,চট্টগ্রাম

 

 

কি সেবা কিভাবে পাবেন

১। সামাজিক নিরাপত্তা সেবা – ক। বয়স্ক ভাতা, খ। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, গ। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, ঘ।বিধবা ভাতা, ঙ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি । ২। সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান । ৩।এসিডদগ্ধ মহিলা ও শারীরীক প্রতিবন্ধীদর পুনর্বাসন । ৪ ।স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের নিবন্ধন প্রদান, তাদের কার্যক্রমে সহায়তা প্রদানও তত্ত্বাবধান ।

গহিরা ইউনিয়ন পরিষদের যেকোন খবর জানতে নিয়মিত ওয়েব পোর্টল চেক করুন এবং গহিরা ইউনিয়ন পরিষদ ফেসবুক পেজে ফলো করুন।